Attack: একদল দুষ্কৃতী অতর্কিত হামলা চালায় ডেপুটেশন দিতে যাওয়া সাধারণ জনগণের উপর

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৭ অক্টোবর।। মুঙ্গিয়াকামী আরডি ব্লকে ডেপুটেশন দিতে যাওয়ার পথে ডেপুটেশন বানচাল করার উদ্দেশ্যে একদল দুষ্কৃতী অতর্কিত হামলা চালায় ডেপুটেশন দিতে যাওয়া সাধারণ জনগণের উপর৷ এমনটাই অভিযোগ মুঙ্গিয়াকামী আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মার৷

জানা যায়, বুধবার মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে ব্লকে ডেপুটেশন প্রদান করেছিল এলাকার স্থানীয় জনগণ৷ এমন সময় তিপরা মথা দলের নামধারী একাংশ দুষৃকতিকারীরা অতর্কিতভাবে হামলা চালায় ওই ডেপুটেশন প্রদান করতে যাওয়া সাধারণ নিরীহ মানুষদের উপর৷

এমনটাই অভিযোগ মুঙ্গিয়াকামী ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মার৷ জানা যায়, ডেপুটেশন প্রদান করতে যাওয়ার সময় মুঙ্গিয়াকামী এলাকার স্থানীয় একাংশ জনগণের উপর হামলা সংঘটিত হয়৷

তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগায় তাদের নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুঙ্গিয়াকামী ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা৷

তিনি জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত চাইছেন তারা, প্রকৃত দোষীদের চিহ্ণিত করে যথোপযুক্ত শাস্তি প্রদান করার৷ জেলা পরিষদ নির্বাচনে তিপরা মথা ক্ষমতা দখল করার পর বিভিন্ন এডিসি ভিলেজ জোর করে দখল করার চেষ্টা করে৷

এনিয়ে শাসক জোটের দল আইপিএফটি চেয়রম্যান ভাইস চেয়ারম্যানকে মারধর এবং ব্লক থেকে বের করে দেওয়া হয়৷ তবে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে তিপরা মথা৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?