অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।। শাহরুখ পুত্র আরিয়ান খানের দ্বিতীয় দফায় জামিন আবেদনের শুনানি হয়েছে বুধবার ভারতীয় হাইকোর্টে। মঙ্গলবার বম্বে হাইকোর্টে প্রথম দফার জামিন আবেদনের শুনানি হয়েছে আরিয়ান খানের। বুধবার বেলা আড়াইটায় ফের বিচারপতি নীতীন সাম্বরের এজলাসে হয় শুনানি। কিন্তু আজ বুধবারও মেলেনি জামিন।
বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত করেছে আদালত। আরিয়ান খান মামলায় তোলাবাজির অভিযোগে জর্জরিত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, প্রশ্নের মুখে এনসিবি মুম্বাইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। বয়ান থেকে সরে দাঁড়িয়েছে একজন নিরপেক্ষ সাক্ষী প্রভাকর সেইল।
আরবাজ মার্চেন্টের আইনজীবী অমিত দেশাই বলেন, যে দোষের জন্য সর্বোচ্চ সাজা এক বছর (মাদক সেবন) তার জন্য বিনা জামিনে এত দিন ধরে ওদের আটকে রাখা অনুচিত। এমন পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ রয়েছে যা স্পষ্ট করছে এখানে ষড়যন্ত্রের কোনো প্রশ্নই নেই।
আরিয়ানের আইনজীবী বলেন, গ্রেপ্তারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, কেন গ্রেপ্তার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে। আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানাতে বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।