স্টাফ রিপোর্টার, জোলাইবাড়ি, ২৬ অক্টোবর।। আজ ভারতীয় জনতা পার্টি জোলাইবাড়ি মন্ডল আয়োজিত যোগদান সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দলের ৫০৮ পরিবারের ১৫৮৩ জনকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন ও নবাগতদের স্বাগত জানান তিনি।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জনসভায় বলেন,আজ জোলাইবাড়িতে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় রাস্তার দুপাশের অগণিত মানুষের অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত। আপনাদের এই ভালবাসা ও স্নেহ আমাকে আরও উজ্জীবিত করে তোলে। আপনাদের কল্যাণে আমাদের সরকার সর্বদা কাজ করে যেতে দায়বদ্ধ।
তিনি বলেন, রাজ্যে তৈরী হতে যাচ্ছে ফরেনসিক বিশ্ববিদ্যালয় l
অপরাধ নিয়ন্ত্রণ গবেষণা সহ অন্যান্য পরিষেবার সুযোগ পেতে সাউথ ইষ্ট এশিয়ার বিভিন্ন দেশ ত্রিপুরায় আসবে l শিক্ষার গ্রহন, বড় মাত্রায় রোজগার সৃজন সহ অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ তৈরী হচ্ছে l রাজ্যের অর্থনীতির অর্ধেক মহিলা অংশীদারিত্ব তৈরীর লক্ষ্যে আগামী ০৫ বছরে স্ব-সহায়ক দল সহ উদ্ভাবনী ভাবনায় ১০ হাজার কোটির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে l ঋনের ক্ষেত্রে প্রায় অর্ধেক সুদ হ্রাস করে স্থানীয় রেশন দোকানে মহিলাদের উৎপাদিত পণ্য বিপননের প্রক্রিয়া চলছে l
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন,২০১৮ তে বিজেপি আইপিএফটি সরকার গঠন হওয়ার পর রাজ্যের মানুষের পরনির্ভরশীলতার মানসিকতা দূর হয়েছে। মানুষ এখন স্বনির্ভরতার দিকে ধাবিত হচ্ছে। আমি এখানে আসার পর স্ব-সহায়ক দলের মহিলারা আমায় একটি শিতল পাটি উপহার দেন। তাঁরা জানান, তাদের স্ব-সহায়ক দলের তৈরি এটা। স্ব-সহায়ক দল মানে রোজগার সৃষ্টি করা, অন্যকে সশক্ত করা।
তিনি আরও বলেন, রাজ্যে ৩৫০ কোটি টাকার খরচে নির্মীত হচ্ছে ফরেন্সিক ইউনিভার্সিটি। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশেই নেই ফরেন্সিক ইউনিভার্সিটি। ভারতবর্ষের শুধু গুজরাটে রয়েছে এমন ইউনিভার্সিটি। এর ফলে রাজ্যের সাড়ে সাত থেকে আট হাজার মানুষের রোজগারের ব্যবস্থা হবে এবং তিন শত থেকে পাঁচ শত মানুষের সরকারি চাকরির সুযোগ সৃষ্টি হবে।