স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ অক্টোবর।। চুরির ঘটনা জারি রয়েছে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র বনমালীপুরে৷ শাসক দলের মণ্ডল অফিসে ল্যাপটপ চুরির ঘটনার পর পুলিশ এখনো তদন্তে ব্যর্থতা আগলে রেখেছে৷
পুলিশের এই ব্যস্ততার মাঝে প্রায় প্রতিদিনই বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে দিনে-রাতে চুরি হচ্ছে বলে অভিযোগ৷ রবিবার রাতে চুরি হলো কামার পুকুর পাড় শুভ দাসের বাড়িতে৷ শুভ দাসের অভিযোগ, ওই দিন রাতে তারা বাড়িতে ছিলেন না৷ সোমবার বাড়ি ফিরে দেখতে পান ঘরের দরজা খোলা এবং ভিতরে সবকিছু তছনছ করা হয়েছে৷
চুরি হয়ে গেছে ল্যাপটপ, মোবাইল ফোন গুরুত্বপূর্ণ সামগ্রী সহ নগদ টাকা৷ এই চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার সহ স্থানীয় নাগরিক মহল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন৷ ঘটনার পর পূর্ব আগরতলা থানার পুলিশ তদন্তে নেমেছে৷তবে রাত পর্যন্ত এই চুরির ঘটনায় পুলিশের কোনো সাফল্য নেই৷
অন্যদিকে, সোমবার দুপুরে পার্কিং করা গাড়ি থেকে চুরি করে পালাতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে আহত হলো এক সন্দেহভাজন চোর৷ ঘটনা রাজধানীর রবীন্দ্রভবনের সামনে৷ এদিন তৈদু থেকে আগরতলা এসে একটি শপিং মার্কেটে গিয়ে কিছু বাজার করেছিলেন সূর্য কলইয়ের পরিবার৷
তারা রবীন্দ্রভবনের সামনে নিজের ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রেখেছিলেন৷ সেই গাড়ির ভেতরে তাদের কিছু সামগ্রী ছিল৷ সূর্য কলই-এর অভিযোগ তারা দূর থেকে দেখতে পান তাদের গাড়ির সামগ্রী গাড়িতে নেই৷ ওই সামগ্রীগুলি নিয়ে এক যুবক চলে যাচ্ছে৷
স্বামী-স্ত্রী দুজন চোর চোর করে চিৎকার করতেই সন্দেহভাজন ওই যুবক মালপত্র ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে৷ কিন্তু সেখানে সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং আহত হয়ে রাস্তায় পড়ে থাকে৷ পরে উপস্থিত লোকজন দমকল এবং পুলিশকে খবর জানায়৷
দমকল কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়৷ ওই যুবক আদৌ আঘাত পেয়েছিল নাকি গণধোলাই থেকে বাঁচতে আহত হয় তা নিয়ে উপস্থিত নাগরিক মহলে কৌতুহল রয়ে গেছে৷