স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ অক্টোবর।। এবার সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকারা সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেয় সোমবার৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে যে প্রচার করছে তা বাস্তবের সাথে অমিল বলে অভিযোগ তুললেন সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকারা৷
সোমবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চেয়ারম্যান বাস্তব দেববর্মা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, মুখ্যমন্ত্রী মুখে ভালো ভালো কথা বললে হবে না, কাজে দেখাতে হবে৷ কারণ দীর্ঘ চার বছরে সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকাদের বেতন একটাকাও বৃদ্ধি পায়নি৷
বিগত সরকারের আমলে তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী দিল্লিতে চিঠি লিখে সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকাদের সমস্যার কথা জানিয়ে ছিলেন৷ তৎকালীন সময়ে অর্থরাশি বৃদ্ধি পাওয়ার পর আর অর্থরাশি বর্তমান সরকারের আমলে বৃদ্ধি পায়নি৷ কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকাদের অভিভাবক হিসেবে কাজ করছেন মুখ্যমন্ত্রী৷
সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকাদের টেট পরীক্ষার জন্য কোচিং করানোর ব্যবস্থা করা হবে৷ টেট উত্তীর্ণ হওয়া শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত করা হবে, আর যারা টেট পরীক্ষা উত্তীর্ণ হয়নি তাদের জন্য রেগুলার পে স্কেল দেওয়া হবে৷ কিন্তু মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ণ উঠছে কেন হাইকোর্টের রায়কে মান্যতা দেয় নি রাজ্য সরকার৷
অর্থাৎ ৬ মাস অতিক্রান্ত হয়ে গেছে৷ কিন্তু নিয়মিতকরণ করা হয়নি সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকাদের৷ যার ফলে সরকারের এ ধরনের ভূমিকা নিয়ে আদালতে আবারো মামলা করতে হলো৷ আদালতের রায়ে তো কোনরকম ডি এল এড উত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ ছিল না৷
তারপরও কেন সরকার এ ধরনের বঞ্চনা করে চলেছে সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকাদের তা বুঝে উঠতে পারছে না শিক্ষক-শিক্ষিকারা৷ এমনটাই অভিযোগ তোলা হয় সরকারের বিরুদ্ধে৷ এদিন বাস্তব দেববর্মা আরো বলেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য চিঠি দেওয়া হয়েছে৷
আগামী ৩১ অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করতে সময় চাওয়া হয়েছে৷ কিন্তু এখন পর্যন্ত সুযোগ পাওয়া যায়নি৷ কিন্তু আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ধলাই জেলা, উত্তর জেলা এবং ঊনকোটি জেলা মিলে জমায়েত করা হবে৷
তিনটি জেলার শিক্ষক-শিক্ষিকারা একত্রিতভাবে কুমারঘাটে জমায়েত করে বিক্ষোভ দেখাবে৷ সরকারের কাছে দাবি জানানো হবে সরকার যাতে সর্বশিক্ষার সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিতকরণ করার ব্যবস্থা গ্রহণ করে৷