স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৫ অক্টোবর।। বিশালগড়ের মুড়াবাড়ি রেল ব্রিজ সংলগ্ণ এলাকায় বাইকের পেছনে ধাওয়া করে ছিনতাইবাজরা মহিলার গলা থেকে চেইন ছিনতাই করে নিয়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে. বিশালগড় থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷
তাতে পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে৷ ছিনতাইয়ের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেলেও পুলিশ প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় তেমন কোনো সাফল্য পাচ্ছে না৷ ঘটনার বিবরণে জানা যায়, রাত ৯টা ৩০ মিনিট নাগাদ মেলাঘর থেকে শান্তুনু দেবনাথ স্ত্রী ও সন্তানকে নিয়ে বাইক চেপে বিশালগড় এর উদ্দেশ্যে আসছিলেন৷
আসার পথে ছিনতাইবাজরা শান্তুনু দেবনাথকে পেছনে দিকে ফলো করে বিশালগড় মুড়াবাড়িস্থিত রেল ব্রিজ সংলগ্ণ আসামাত্র শান্তুনু দেবনাথের বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে শান্তুনু দেবনাথ বাইক নিয়ে ছিটকে পড়েন৷
এরপর ছিনতাইকারীরা শান্তুনু দেবনাথের স্ত্রী’র গলা থেকে দেড় ভরি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়৷ এ ব্যাপারে শান্তুনু দেবনাথ বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন৷ সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও পর্যন্ত ঘটনায় জড়িতদের আটক করতে সক্ষম হয়নি৷
ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় থানা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযোগ প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে৷ এ ধরনের অপরাধ রোধ করতে পারছে না বিশালগড় থানা পুলিশ৷