স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ২৫ অক্টোবর।। খুমুলুঙস্থিত দুকমালী হাতিতে প্রথম এডিসির পেট্রোল পাম্প চালু করা হয়েছে৷ ফলক উন্মোচন করে শুভ সূচনা করেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া৷
ফিতা কেটে নবনির্মিত এই পাম্প হাউসের শুভ দ্বারোদ্ঘাটন করেন শিক্ষা ও পূর্ত দপ্তরের নির্বাহী সদস্য চিত্তরঞ্জন দেববর্মা এবং পাম্প মেশিন চালু করেন স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই৷
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেণ মৎস্য দপ্তরের নির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা, মুখ্যনির্বাহী আধিকারিক সি কে জমাতিয়া, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের আগরতলার ম্যানেজার প্রসেনজিৎ দেবনাথ৷
সভাপতিত্ব করেন এমডিসি গণেশ দেববর্মা৷ এই অনুষ্ঠানের পর মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া জানান এটি একটি এডিসির উন্নয়নের মাইল স্টোন৷ বিশেষ করে এলাকার জনগণের সুযোগ সৃষ্টি হয়েছে৷
এলাকার জনগণের সুবিধার্থেই এই পেট্রোল পাম্প চালু করার প্রধান লক্ষ্য৷ মহিলাদের অধিকারকে সম্মান জানিয়ে এই পেট্রোল পাম্পে মহিলা ডিস্ট্রিবিউটর নিয়োগ করা হয়েছে৷ শুধু খুমুলুঙে নয় যেখানে পেট্রোল পাম্প নেই ওইসব এলাকায় পেট্রোল পাম্প চালু করার চিন্তাভাবনা রয়েছে৷ এছাড়া সিএনজি চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান৷