Distribution: মায়ের চোখে আলো অনুষ্ঠানে ১০০ জনের হাতে পরীক্ষামূলক চশমা দেয়া হল

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৫ অক্টোবর।। সোমবার বিকেলে খোয়াই বাগান পঞ্চায়েতের মুক্তমঞ্চে পুর্বোদয়া সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় ভারতীয় জনতা যুব মোর্চার সহযোগিতায় মায়ের চোখে আলো অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী জায়া তথা পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব৷

এই অনুষ্ঠানে ১০০ জনের হাতে পরীক্ষামূলক চশমা তুলে দেন নীতি দেব৷ তাছাড়া ৩ জন মহিলাকে সেলাই মেশিন দেওয়া হয়৷ তাছাড়া বয়োজ্যেষ্ঠদের মধ্যে লাঠি ও ছাতা বিতরণ করা হয়৷

দুইজন কৃষককে ধান মারাইয়ের যন্ত্র, ৫ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন, একজন মহিলা দিব্যাঙ্গকে হুইল চেয়ার, ১৫ জনকে কানে শোনার যন্ত্র, ৫ জন জেলেকে জাল এবং এই এলাকার ৮টি ক্লাবকে খেলার সরঞ্জাম দেওয়া হয়৷

এই এলাকার পশ্চিমা আদিবাসী ভাই বোনদের প্রতি বিগত দিনগুলিতে যদি মানবিক দৃষ্টিভঙ্গি রাখা হতো তাহলে হয়তো এতদিনে ওরা আর্থসামাজিক ভাবে স্থিতিশীল জাগায় পৌঁছে যেত বলে অভিমত৷

অনুষ্ঠানে খোয়াই জেলা প্রভারি অমিত রক্ষিত, খোয়াই মন্ডল সভাপতি সুুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস উপস্থিত ছিলেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?