স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ অক্টোবর।। বাংলাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে যে সাম্প্রতিক ঘটনা ঘটেছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বাংলাদেশ সহকারী হাইকমিশনার অফিসে ডেপুটেশন প্রদান করা হয়৷
এদিন বাংলাদেশ সহকারী হাইকমিশনারের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে দাবি সনদ তুলে দেওয়া হয়৷
প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান, বাংলাদেশে ঘটে যাওয়া এ ধরনের তীব্র নিন্দা জানানো হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে৷ পাশাপাশি দাবি জানানো হয় বাংলাদেশ সরকার যাতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে৷
তিনি আরও বলেন, বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা৷ ত্রিপুরায় সংখ্যালঘু মুসলিমদের উপর আঘাত আনার জন্য একটি তীব্র চক্রান্ত করছে৷ শাসক দল সরাসরি সাম্প্রদায়িক প্রচার করছে৷
এ ধরনের সাম্প্রদায়িক সুড়সুড়ি যাতে না দেওয়া হয়৷ রাজ্য সরকার যাতে এ ধরনের সাম্প্রতিক ষড়যন্ত্র কড়াভাবে মোকাবিলা করে৷ তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷
ডেপুটেশন প্রদানকালে এছাড়াও উপস্থিত ছিলেন মাইনরিটি চেয়ারম্যান জয়দুল হোসেন, সুব্রত সিনহা সহ অন্যান্যরা৷