Bollywood: ববি দেওল অভিনীত ‘আশ্রম-৩’ সিরিজের শুটিং চলাকালীন সেটে তাণ্ডব চালায় বজরং দল

অনলাইন ডেস্ক, ২৬ অক্টোবর।। রবিবার ববি দেওল অভিনীত ‘আশ্রম-৩’ সিরিজের শুটিং চলাকালীন সেটে তাণ্ডব চালায় বজরং দল। শুধু সেটে তাণ্ডবই নয়, পরিচালক প্রকাশ ঝায়ের উপর কালিও ছিটিয়ে দেয় তারা। আর এই হামলাকে সমর্থন জানালেন মধ্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

এই বিষয়ে নরোত্তম মিশ্র বলেন, ‘রাজ্য সরকার এই সংক্রান্ত একটি নির্দেশিকা তৈরি করছে।

এর অধীনে আপত্তিকর এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে এমন কোনও দৃশ্যের শুটিংয়ের জন্য চলচ্চিত্র নির্মাতাকে আগে থেকে অনুমতি নিতে হবে। নির্দেশককে জেলা প্রশাসনের কাছ থেকে বিশেষ দৃশ্যের অনুমতি নিতে হবে। ’

মিশ্র আরও বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিজিপির সঙ্গে কথা বলেছি। আজ তারা দুজন মহিলাকে করওয়া চৌথ উদযাপন করতে দেখাচ্ছে এবং তারা একটি বিজ্ঞাপন নিয়ে আসবে যেখানে দু’জন পুরুষ বিয়ে করছেন। আমরা কাউকে এই ধরনের আপত্তিকর কন্টেন্ট দেখানোর অনুমতি দিতে পারি না। ’

রবিবার ভোপালের পুরনো সংশোধনাগারে আশ্রম ৩-এর ইউনিট শুটিংয়ে ব্যস্ত ছিল। হঠাৎই সেখানে উপস্থিত হয় বজরং দলের সদস্যরা। শুটিং ইউনিটের দিকে পাথর ছোড়ে তারা। শুটিংয়ে হামলার কারণে ইউনিটের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেন।

পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বজরং দলের পক্ষে সিরিজের নাম বদলের দাবি জানানো হয়েছে। বলা হয়, ‘আশ্রম’ নাম বদলে অন্য কিছু রাখতে হবে। আশ্রম নামের মাধ্যমে সনাতন ধর্মের অপমান করা হচ্ছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?