Sudan: সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক গৃহবন্দী, সেনা অভ্যুত্থানের আশঙ্কা

অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর।। সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে গৃহবন্দী করেছে সেনাবাহিনীর একটি অংশের সদস্যরা। সোমবার সকালে তারা প্রধানমন্ত্রীর বাসভবনের নিয়ন্ত্রণ নেন এবং তাকে গৃহবন্দী করেন।

দেশটির আল হাদাথ টেলিভিশনের বরাত দিয়ে আলজাজিরা এ কথা বলেছে। তবে বিষয়টি তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি বলে আলজাজিরা জানিয়েছে।

এর আগে মন্ত্রী, প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টাসহ সরকারের কয়েকজন বেসামরিক সদস্যকে গ্রেপ্তার করে সুদানের সেনাবাহিনী।

গত মাসের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর সরকারের বেসামরিক সদস্য ও সেনাবাহিনীর মধ্যে তিক্ততা চলে আসছিল।

সুদানের দীর্ঘ সময়ের শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে আসছে।

সম্প্রতি সরকারের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ হয়। এমনকি বিক্ষোভ থেকে ক্ষমতা দখল করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

গত ২০১৯ সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন ওমর আল-বশির। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৩ সালের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?