স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ অক্টোবর।। মাছের পরিবর্তে জেলের জালে উঠলো বড় অজগর সাপ। ঘটনা রবিবার চড়িলাম পরিমল চৌমুহনী রাঙ্গাপানিয়া নদীতে। এলাকার জেলে ধীরেন্দ্র দাস জানিয়েছেন উনি গতকাল রাত্রিবেলায় মাছ ধরার জন্য রাঙ্গাপানিয়া নদীতে জাল পেতে রেখেছিলেন।
জেলেরা সাধারণত ভোর বেলায় নদী অথবা নালা থেকে রাত্রের পেতে রাখা জাল জল থেকে তুলে। ধীরেন্দ্র দাস প্রথম ভেবেছিলেন হয়তো বড় ধরনের মাছ জালে লেগেছে। কিন্তু জাল তুলতে গিয়ে দেখেন বিশাল বড় অজগর। সাপটি এমনভাবে জালের মধ্যে আটকে গিয়েছিল যে মারাত্মক অবস্থা।
ধীরেন্দ্র দাস জালসহ সাপটিকে টেনে আনে জাতীয় সড়কের পাশে পরিমল চৌমুহনির একটি স্থানে। খবর পেয়ে গ্রামবাসী এবং পরিমল চৌমুহনি বাজারের ব্যবসায়ীরা ছুটে আসে সাপটিকে দেখতে এবং ভিড় জমায়।
প্রথমে ভয়ে ভয়ে কেউ সাপটিকে ধরছিল না। সাপটির গলার মধ্যে যেমন ভাবে আটকে গিয়েছিল যদি জাল কেটে দেওয়া না হতো তাহলে হয়তো সাপটি মরে যেত।
গ্রামের দুই তিনজন সাহসী যুবক ব্লেড দিয়ে জালটি কেটে সাপের গলা থেকে মুক্ত করে এবং একটি প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসারের হাতে তুলে দিয়ে আসে। গ্রামের যুবকদের সাহসের ভূয়সী প্রশংসা করেছে এলাকার মানুষ।