স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ অক্টোবর।। বাংলাদেশে হিন্দুদের উপর যে হত্যালীলা, লুট এবং বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্ম হয়ে যাচ্ছে তার প্রতিবাদে রবিবার আগরতলাস্থিত বনমালীপুর শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দিরে সমস্ত জেলা থেকে আশ্রম পক্ষের সভাপতি, সম্পাদকের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী রামপ্রসাদ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷ এদিন আলোচনা সভায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, সম্প্রতি বাংলাদেশের সাম্প্রদায়িক ঘটনা তীব্র নিন্দাজনক৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ ইকবাল হোসেন নামে এক যুবককে আটক করেছে৷
বাংলাদেশ প্রশাসন যাতে অভিযুক্তের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর শাস্তির ব্যবস্থা করে তার দাবি জানান তিনি৷ এদিনের বৈঠকে চার শতাধিক লোক অংশগ্রহণ করেছেন৷ প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশের চৌমুহনিতে রামঠাকুরের সমাধি এতকাল সুরক্ষিত ছিল৷
কিন্তু কুমিল্লার ঘটনার পর সেই সমাধি ক্ষেত্রকে নষ্ট করা হয়েছে৷ অন্যায়ভাবে অত্যাচার করেছে সমস্ত ভক্তপ্রাণ মানুষের উপর৷ ক্ষতিগ্রস্ত হয়েছে রাম মণ্ডলি৷ এই ঘটনার ধিক্কার জানায় ত্রিপুরার রাম মণ্ডলী৷ এই ঘটনার সুবিচার করুক বাংলাদেশ সরকার তার দাবি জানানো হয়েছে৷
যাতে হিন্দু সমাজ সুরক্ষিত থাকতে পারে৷ বাংলাদেশের ৯ শতাংশ সংখ্যালঘু অংশের মানুষের জীবন বিপন্ন৷ তাদের রক্ষা করার জন্য বিশেষভাবে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হয়৷ একইসঙ্গে রামঠাকুর সহ অন্যান্য মন্দির ও বাড়িঘরের ক্ষতি নিরুপন করে সহায়তা করার দাবি জানানো হয়৷
এদিন এই প্রতিবাদ সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৩০ অক্টোবর উমাকান্ত ময়দান থেকে বেলা দুইটায় এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হবে৷ ওইদিন রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় অবস্থিত রামঠাকুর আশ্রমগুলির পক্ষ থেকেও প্রতিবাদ সংগঠিত করা হবে৷