স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৪ অক্টোবর।। গাঁজা পাচারের ক্ষেত্রে প্রতিনিয়ত সংবাদ শিরোনামে উঠে আসছে তেলিয়ামুড়া৷ ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ৷
ঘটনার বিবরণে প্রকাশ, রবিবার বিকেল নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক তৃশাবাড়ি রেল স্টেশন থেকে এক অভিনব কায়দায় বহির্রাজ্য বিহারের উদ্দেশ্যে পাচার করার সময় ছোট-বড় মিলিয়ে ৩৩ প্যাকেট অর্থাৎ ৬৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেন৷
তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া গোপন খবরের ভিত্তিতে থানার পুলিশকে নিয়ে এই অভিযান চালান৷ তৎসঙ্গে ছয়জন পুরুষ সহ তিনজন মহিলাকে আটকে করেন৷ তাদের প্রত্যেকের বাড়ি বহির্রাজ্য বিহার বলে জানা গেছে৷
এই গাঁজার প্যাকেটগুলো তাদের ছোট ছোট ব্যাগের মধ্যে করে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশসূত্রে জানা গেছে৷ তবে কোথা থেকে এই শুকনো গাঁজার প্যাকেটগুলো বহির্রাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো জানা যায়নি৷
তবে এ ব্যাপারে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ আটককৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকার উপর হবে বলে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানিয়েছেন৷