Murder: ইয়েমেনে ২৬০ জনের বেশি হুথি বিদ্রোহীকে হত্যার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট

অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর।। ইয়েমেনে তিন দিনে ২৬০ জনের বেশি হুথি বিদ্রোহীকে হত্যার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। রোববার তারা বলেছে, কৌশলগত শহর মারিবের কাছে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। খবর এএফপি’র।

জোটের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির জানায়, মারিবের প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণে আল-জাওবা ও উত্তর-পশ্চিমে ৩০ কিলোমিটার (৩০ কিলোমিটার) আল-কাসারায় গত ৭২ ঘণ্টা হামলায় ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস ও ২৬৪ জনেরও বেশি বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।

আরব বিপ্লবের ঢেউয়ে ইয়েমেনে স্বৈরশাসনের বিদায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের এই সংঘাতের শুরু হয় ২০১৪ সালে। হুথিরা একপর্যায়ে রাজধানী সানা দখল করে নেয়।

এমন পরিস্থিতিতে সৌদি আরব ও আটটি আরব দেশের জোট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স তখন এতে সমর্থন দেয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?