অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর।। নেটফ্লিক্সের জনপ্রিয় ভারতীয় সিরিয়াল ‘সেক্রেড গেমস’ এ অভিনেয় করেছেন কুবরা সাইত। ওয়েব সিরিজে একটি অন্তরঙ্গ দৃশ্য অভিনয়ের দৃশ্য নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি।
নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে অভিনয় করেছিলেন কুবরা। এক সাক্ষাৎকারে কুবরা বলেন, দৃশ্যটি সাতবার শ্যুট করতে হয়েছিল। কারণ পরিচালক অনুরাগ কাশ্যপের সাতটি ভিন্ন কোণ থেকে শট নেয়া দরকার ছিল।
তিনি বলেন, শ্যুটিং যেন সুষ্ঠুভাবে হয়, তার জন্য সবকিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে সবকিছু খতিয়ে দেখেছিলেন পরিচালক নিজে।
সাক্ষাৎকারে কুবরা বলেছিলেন, প্রথম যেটা আমি টেক দিয়েছিলাম, উনি (পরিচালক) ফিরে এসে বললেন, ‘আমরা পরেরটার জন্য দ্রুত যাব। ’ দ্বিতীয়টির পর বললেন, পরেরবার আমরা আরও দ্রুত করব। তৃতীয়বার করার পর উনি ক্যামেরা নওয়াজের দিকে স্থানান্তর করলেন।
এরপর আমরা অন্যভাবে করেছি। এবং সপ্তমবার, যখন আমি এটা করেছি, আমি ভেঙে পড়েছিলাম। আমি সত্যিই সেই সময়ে ভেঙে পড়েছিলাম। আমিও খুব আবেগপ্রবণ ছিলাম।
তিনি (কাশ্যপ) আমার কাছে এগিয়ে এসে বললেন, ‘ধন্যবাদ। আমি তোমাকে বাইরে দেখতে পাব?’ তখনই আমি বুঝলাম দৃশ্যটি শেষ।
কুবরা বলেন, ‘আমি মেঝেতে শুয়ে কাঁদতে শুরু করেছিলাম। আমি শুধু কেঁদেই যাচ্ছিলাম। নওয়াজ বলল, আমার মনে হয় আপনার বাইরে যাওয়া উচিত। আমার দৃশ্যের শ্যুট এখনও বাকি আছে’।
সালমান খানের ছবি ‘রেডি’তে একটি ছোট্ট চরিত্রের মাধ্যমে শুরু করেছিলেন কুবরা। তবে সেক্রেড গেমসের সাফল্যের পরে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।
এরপর থেকে তিনি ‘জওয়ানি জানেমান’ এবং ‘ডলি কিটি অর ওহ চামাকতে সীতারা’র মতো ছবিতে অভিনয় করেছেন। তিনি ‘দ্য ভারডিক্ট-স্টেট ভার্সাস নানাবতী অ্যান্ড ইললিগাল’র মতো ওয়েব সিরিজেও অভিনয় করেন।