অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর।। বার্সেলোনায় লিওনেল মেসি নেই। রিয়াল মাদ্রিদে নেই সার্জিও রামোস। স্পেন ছেড়ে দুজনই এখন পিএসজিতে। তাদের ছাড়া এবারের এল ক্লাসিকো দর্শকদের জন্য ছিল ভিন্ন রকম।
সেই ভিন্ন স্বাদের ম্যাচে রিয়ালের বিপক্ষে হারের বৃত্তেই রইল বার্সা। ন্যু ক্যাম্পে রবিবার লা লিগার ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল।
৩২ মিনিটে ডেভিড আলাবার গোলের পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান লুকাস ভাসকেস। শেষে বার্সার হয়ে সান্তনার গোলটি করেন সার্জিও আগুয়েরো।
আলাবার গোলটি রিয়ালের হয়ে তার প্রথম গোল। এই গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে রিয়ালে নাম লেখান তিনি। এদিন খেলতে নেমেছিলেন প্রথম এল ক্লাসিকো ম্যাচ।
এই নিয়ে রিয়ালের বিপক্ষে লিগে টানা চার ম্যাচ হারল বার্সেলোনা। যার তিনটিই কোচ রোনাল্ড কোম্যানের মেয়াদে। ডাচ এই কোচের ওপর যা চাপ আরো বাড়াবে বৈকি।
এই হারের ফলে পয়েন্ট টেবিলে নয় নম্বরে নেমে গেছে বার্সেলোনা। ৯ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রিয়াল।