অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর।। ফরাসি ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটি শেষে আলোচনায় থাকার কথা খেলোয়াড়দের। কিন্তু ‘এল ক্লাসিকের’ নায়ক হয়ে উঠল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ও দর্শক।
স্পেনে যেমন রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথের ‘এল ক্লাসিকো’, তেমনি ফ্রান্সের ‘লে ক্লাসিক’ পিএসজি-মার্শেই। নিজেদের ফুটবলের এই ধ্রুপদী লড়াই শুরু হয়েছিল রবিবার রাতে।
তবে লে ক্লাসিকে জালের দেখা পাননি মেসি-নেইমাররা। মার্শেইয়ের মাঠে গোলশূন্য ড্র করেছে পিএসজি। নিজেদের মাঠে চির প্রতিদ্বন্দ্বীদের কোনো ছাড় দেয়নি দিমিত্রি পায়েত-চেঙ্গিস উন্দাররা।
তবে এমন হাইভোল্টেজ ও ঘটনাবহুল ম্যাচটিতে ঘটেছে বহু অনাকাঙ্খিত ঘটনা। রেফারিকে বেশ কয়েকবার সিদ্ধান্ত নিতে হয়েছে ভিএআর দেখে। দুই দলের দুটি গোল বাতিল হয় ভিএআরের সাহায্যে। দর্শকদের কারণে বিঘ্ন ঘটে ম্যাচে।
কর্নার নেওয়ার সময় নেইমারকে উদ্দেশ্য করে বোতলও ছুঁড়ে মারে মার্শেই সমর্থকেরা। যার কারণে কর্ণারের সময় খেলোয়াড়দের সমর্থকদের হাত থেকে বাঁচাতে নিরাপত্তারক্ষীদের ব্যবহার করতে হয়েছে প্লাস্টিক শিল্ড।
তার মধ্যে ম্যাচের দ্বিতীয়ার্ধে এক দর্শক দৌড়ে আসে মাঠে। মেসিকে ‘ট্যাকল’ করতে যাওয়া সেই দর্শককে পরে ধরে নিয়ে যায় নিরাপত্তা কর্মীরা।
এই ঘটনার ৭ মিনিট পর উন্দারকে আটকাতে গিয়ে লাল কার্ড দেখেন পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি। দশ জনের দল হয়ে পড়ে ফরাসি জায়ান্টরা।
লিগ ওয়ানে এখন পর্যন্ত এক গোল করা মেসির এক শট চলে যায় বারের বাইরে। নেইমারের কর্নার থেকে গোলের চেষ্টা করেছিলেন তিনি। অন্যদিকে মার্শেইকে এগিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করেন কনরাড লা ফুয়েন্তে।
এই ড্র নিয়ে লিগে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। পচেত্তিনোর দল ৭ পয়েন্ট এগিয়ে দুইয়ে থাকা লেন্সের চেয়ে। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চারে মার্শেই।