অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর।। ওল্ড ট্রাফোর্ডের সব আলো কেড়ে নিলেন মোহামেদ সালাহ। মিসরীয় ফরোয়ার্ড দুর্দান্ত হ্যাটট্রিকে বিমর্ষ রাত উপহার দিলেন ক্রিস্টিয়ানো রোনালদোদের।
ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় দ্বৈরথ— ইউনাইটেড বনাম লিভারপুলের নর্থ-ওয়েস্ট ডার্বি। আর সেই লড়াইয়ে ইউর্গেন ক্লপের শিষ্যদের কাছে লজ্জাজনকভাবে হেরেছে ওলে গানার সুলশারের দল। রেড ডেভিলদের ৫-০ গোলে উড়িয়ে দিল অলরেডরা।
ম্যাচের ফল যখন ৪-০ তখন মাথা নিচু করে মাঠ ছেড়েছে অসংখ্য ইউনাইটেড সমর্থক। ঘরের মাটিতে প্রিয় দলের এমন হার সহ্য করা যে যেকোনো সমর্থকদের কাছে কষ্টদায়ক, তাও নিজেদের অন্যতম প্রতিদ্বন্দ্বী লিভারপুলের হাতে।
মাঠ থেকে বেরিয়ে যাওয়া সে সব সমর্থকেরা দেখে যেতে পারেননি সালাহর হ্যাটট্রিক। মিসরীয় ফরোয়ার্ডের ছায়ায় যেন ঢেকে পড়েছিলেন বিশ্বের আরেক সেরা ফুটবলার রোনালদো।
নাবি কেইতা ও দিয়োগো জোতার গোলে শুরুতেই এগিয়ে যাওয়া লিভারপুল প্রথমার্ধেই এগিয়ে যায় চার গোলে। তার মধ্যে দুটি গোল সালাহর। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই করলেন হ্যাটট্রিক। তার মধ্যে ৬০ মিনিটে লাল কার্ড দেখেন পল পগবা।
রেড ডেভিলদের ভাগ্যও বলা যায়, বাকি সময় তাদের আর গোল হজম করতে হয়নি। এমনিতে এটি তাদের বিশাল হার। ১৯৮৫ সালের অক্টোবরের পর এত বড় ব্যবধানে হারেনি তারা। সেবার লিভারপুল অ্যানফিল্ডে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল রেড ডেভিলদের। আর ওল্ড ট্রাফোর্ডে ১৯৫৫ সালের পর ৫ বার তার বেশি ব্যবধানে হারল ইউনাইটেড।
এই পরাজয় যেন কালো চাদরে ঢেকে দিয়েছে ম্যানচেস্টারকে। ওল্ড ট্রাফোর্ডের কোচের ভাষায়, ‘সবচেয়ে অন্ধকার দিন’। তবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ওলে সুলশারের মুখে।
এমন জয়ের পর ৯ ম্যচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে লিভারপুল। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চেলসি। ১৪ পয়েন্ট নিয়ে সাতে ইউনাইটেড।