অনলাইন ডেস্ক, ২৫ অক্টোবর।। ক্রিকেট বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই, না দেখে কি থাকা যায়! বিয়ের আসরেও এই ম্যাচ দেখা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি এক নতুন কনে।
রবিবার দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভসে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। বিয়ের আসরে কাশ্মীরের এক কনের দুই চির প্রতিদ্বন্দ্বীর সেই ম্যাচ দেখার এক ছবি ইতোমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মেহেদি রাঙানো হাতে স্মার্টফোনে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখছেন কনে। কাশ্মীরের এই কনের ক্রিকেট দেখার ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভারত-পাকিস্তান ম্যাচ মানে সব সময় উত্তেজনার। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই লড়াই শুরুর আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ে কাশ্মীর থেকে ক্রিকেট বিশ্বের সর্বত্র। প্রায় দুই বছর পর মুখোমুখি হয় দুই দল।
এই লড়াইয়ে ১০ উইকেটের বড় জয় পায় পাকিস্তান। ভারতের দেওয়া ১৫২ রানের টার্গেট ১০ উইকেট হাতে রেখে জিতে নেয় তারা। বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়ার বিপক্ষে এটিই পাকিস্তানের প্রথম জয়।