Suspend: জার্মানি-যুক্তরাষ্ট্রেরসহ ১০ রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ এরদোগানের

অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর।। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ কারাবন্দি নাগরিক সমাজের নেতার মুক্তির আবেদনকারী ১০টি দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন।

শনিবার প্রেসিডেন্ট এরদোগান তার পররাষ্ট্রমন্ত্রীকে এই নির্দেশ দেন। তবে তিনি বহিষ্কারের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করেননি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি যে এই ১০ জন রাষ্ট্রদূতকে যত তাড়াতাড়ি সম্ভব পারসোনা নন-গ্রাটা (কূটনীতিতে ব্যবহৃত একটি শব্দ, যা বহিষ্কারের আগে প্রথম পদক্ষেপকে নির্দেশ করে) হিসাবে ঘোষণা করার জন্য।

তাদের (১০ জন রাষ্ট্রদূতকে) অবশ্যই তুরস্ককে জানতে এবং বুঝতে হবে উল্লেখ করে এরদোগান বলেন, তাদের অবশ্যই এখান থেকে চলে যেতে হবে যেদিন তারা আর তুরস্ককে চিনবে না।

উল্লেখ্য, রাষ্ট্রদূতরা সোমবার একটি যৌথ বিবৃতিতে বলেন, প্যারিসীয় বংশোদ্ভূত মানবাধিকারকর্মী ওসমান কাভালার অব্যাহত আটক তুরস্কের ওপর একটি ছায়া ফেলেছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে এবং সুইডেন এ ক্ষেত্রে বিষয়টির ন্যায়সঙ্গত ও দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে।

কাভালা ২০১৭ সাল থেকে দোষী সাব্যস্ত না হয়ে কারাগারে আছেন। তিনি ২০১৩ সালে সরকারবিরোধী বিক্ষোভ এবং ২০১৬ সালে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ। অভ্যুত্থানপ্রচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তিনি এরদোগানমুক্ত তুরস্কের প্রতীক হয়ে উঠেছেন।

গত সপ্তাহে জেল থেকে এএফপির সঙ্গে কথা বলেন বাভালা। সেখানে তিনি বলেন, আমি এরদোগানের প্রায় দুই দশকের শাসনের বিরোধিতা করছি। এ জন্য নিজেকে একটি হাতিয়ারের মতো মনে হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?