Sri Lanka: দলকে সুপার টুয়েলভে তুলে দিয়ে দেশে ফেরত যাচ্ছেন প্রাক্তন লঙ্কান অধিনায়ক জয়াবর্ধনে

অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর।। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহেলা জয়াবর্ধনে। দলকে সুপার টুয়েলভে তুলে দিয়ে দেশে ফেরত যাচ্ছেন প্রাক্তন লঙ্কান অধিনায়ক।

দীর্ঘ ১৩৫ দিন যাবৎ নিজের মেয়েকে দেখেননি জয়াবর্ধনে। একের পর এক ‍টুর্নামেন্ট থাকায় দীর্ঘদিন ধরে জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হয়েছে তাকে।

অবশেষে সেই ‘বিরক্তিকর’ অধ্যায় শেষ হলো ৪৪ বছর বয়সী তারকার। জৈব-সুরক্ষা বলয় ভেঙে পরিবারের কাছে ফিরছেন মাহেলা।

আইপিএল শেষ হওয়ার পরপরই শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেন তিনি। দাপটের সঙ্গে তিন জয়ে বাছাই পর্ব পেরিয়ে লঙ্কানরা জায়গা পেয়েছে সুপার টুয়েলভে। আইপিএল ও জাতীয় দলের সঙ্গে থাকায় দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হয়েছে জয়াবর্ধনেকে। এতে ৪ মাসেরও বেশি মেয়েকে দেখেননি তিনি।

জয়বর্ধনে বলেন, ‘জুন মাস থেকে জৈব সুরক্ষা বলয়ে রয়েছি। আর থাকতে পারছি না। আমি দলকে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি।

তারা আমার কথা বুঝতে পেরেছে। ১৩৫ দিন ধরে আমি মেয়ের মুখ দেখিনি। এক জন বাবার পক্ষে এভাবে থাকা খুব কঠিন। তাই আমি দেশে ফিরছি।’

লঙ্কানদের বাছাই পর্ব পেরোতে দারুণ সহায়তা করেছেন জয়াবর্ধনে। দলের সঙ্গে থাকাকালীন খেলোয়াড়দের সাহস দিয়েছেন তিনি। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের কিছু সমস্যাও দূর করেছেন তিনি।

লঙ্কানদের সম্পর্কে জয়াবর্ধনে বলেন, ‘শ্রীলঙ্কার এই দলটি তারুণ্য নির্ভর। তাই বেশির ভাগ ক্রিকেটারের মনে সামান্য ভয় ছিল। সেটাই দূর করার চেষ্টা করেছি। কারণ কুড়ি ওভারের খেলায় ভয় পেলে চলবে না। দলের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। ব্যাটারদের কিছুটা উন্নতির জায়গা ছিল। সবার সঙ্গে আলাদা করে কথা বলেছি। আশা করছি, নিজেদের সেরাটা দিতে পারবে তারা। ’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?