স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৩ অক্টোবর।। রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা রাস্তা আটক করে বাইক থামিয়ে দুই যুবককে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই করে৷
গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন যুবক৷ ঘটনা শুক্রবার রাত আনুমানিক এগারোটা নাগাদ বাগমা পুলিশ ফাঁড়ির শালবাগান এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, এদিন রাতে বাগমা বারভাইয়া নিজ বাড়ি থেকে ইন্ডিয়ান আর্মিতে কর্মরত যুবক জয়দেব দেবনাথ নিজের মামাতো ভাইকে নিয়ে গকুলপুর ভাড়াবাড়িতে যাবার সময় আগলতলা-সাব্রুম জাতীয় সড়কের বাগমা শালবাগান এলাকায় আসতেই বোলেরু গাড়িতে থাকা চারজন দুষ্কৃতী বাইক থামায়৷ বাইক থামিয়ে চারজন হামলে পড়ে দুই যুবকের উপর৷
অভিযোগ, ব্যাপক মারধর করে তাদের সাথে থাকা মোবাইল ফোন এবং পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়৷ পরবর্তীতে দুষ্কৃতিরা ধারালো অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে পালিয়ে যায় দুই যুবক৷
রাতেই দু’জন বাগমা পুলিশ ফাঁড়িতে এসে অভিযোগ জানায়৷ যদিও পুলিশ ছুটে যাবার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ বর্তমানে দুষ্কৃতীদের হাতে মার খেয়ে ইন্ডিয়ান আর্মিতে কর্মরত যুবক গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷
রাতে জাতীয় সড়কের উপর বাইক থামিয়ে মারধর করে টাকা, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে পথচলতি সাধারণ মানুষের মধ্যে।