অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর।। মৌসুমে ভালো শুরুর পর হঠাৎই কিছুটা হতাশ করা ফুটবল খেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলটির সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর মতে, পুরো দলের সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে।
প্রিমিয়ার লিগে এখন ষষ্ঠ স্থানে রয়েছে ইউনাইটেড। শেষ তিন ম্যাচে তারা মাত্র ১ পয়েন্ট পেয়েছে। রবিবার ওলে গুনার সুলশারের দল মুখোমুখি হবে লিভারপুলের।
‘আমরা এমন এক মুহূর্তে আছি, ইউনাইটেড কিছু বদলের মধ্য দিয়ে গেছে। তারা আমাকে কিনেছে। রাফায়েল ভারানে, জর্ডান সানচোকে কিনেছে। মানিয়ে নিতে সময় লাগবে। ’- বলেন রোনালদো।
৩৬ বছর বয়সী পর্তুগাল তারকার মতে, ‘এমনকি যে কৌশলে আমরা খেলি, সেটার সঙ্গে মানিয়ে নিতেও সময় লাগবে। কিন্তু ধাপে ধাপে একটা বিষয় আমাদের মাথায় গেঁথে নিতে হবে যে-সবকিছু সম্ভব। ’
গ্রীষ্মকালীন দল বদলে জুভেন্তাস থেকে পুরোনো ক্লাব ইউনাইটেডে ফেরেন রোনালদো।
রিয়াল মাদ্রিদ থেকে ভারানে এবং বরুসিয়া ডর্টমুন্ড থেকে সানচোকেও দলে ভেড়ায় ইংলিশ জায়ান্টরা।
রোনালদো সবার প্রতি আহ্বান জানিয়েছেন ত্যাগ স্বীকার করার। বলেন, ‘সবারই দলে নিজের ভূমিকা বুঝতে হবে। দলে ও ক্লাবে আমার ভূমিকা কি, সেটা আমি জানি। আমার কাজ হচ্ছে গোল করা, অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করা। যদি সবাই এভাবে চিন্তা করে, দলের জন্য ত্যাগ স্বীকার করে, আমি মনে করি আমরা আরো ভালো দল হয়ে উঠব। ’
রোনালদোর অবশ্য সময়টা খারাপ যাচ্ছে না। এরই মধ্যে ইউনাইটেডের হয়ে ৮ ম্যাচে ৬ গোল করেছেন তিনি।