স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৩ অক্টোবর।। তেলিয়ামুড়া এলাকা থেকে এক গৃহবধূকে অপহরণ করে নিয়ে গৃহবন্দি রেখে টানা আট দিন ধর্ষণ৷
এই মামলায় ধৃত অভিযুক্ত মিঠুন দাসকে তেলিয়ামুড়া থানার পুলিশ শনিবার অমরপুর থেকে গ্রেপ্তার করে খোয়াই জেলা আদালতে পেশ করে৷ খোয়াই জেলা আদালত অভিযুক্তকে দুই দিনের জেল হাজতে পাঠায়৷
সরকারি আইনজীবী উৎপল ভৌমিক জানান, শারদীয় উৎসবের আগে গৃহবধূ তেলিয়ামুড়ার বাপের বাড়িতে বেড়াতে আসে৷
চলতি বছরের গত ২৩ সেপ্ঢেম্বর বিকেলে তেলিয়ামুড়া বাজার থেকে অমরপুর এলাকার বাসিন্দা অভিযুক্ত মিঠুন অপহরণ করে অমরপুরের বামপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে যায়৷ মিঠুন নিজ বাড়িতে গৃহবধূকে আট দিন আটকে রেখে ধর্ষণ চালায়৷
পুনরায় ৩১ সেপ্ঢেম্বর বিকেলে অভিযুক্ত যুবক গৃহবধূকে গাড়ি করে তেলিয়ামুড়া এনে ছেড়ে দেয়৷ মিঠুন গৃহবধূর তেলিয়ামুড়া বাপের বাড়িতে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করে৷ যাতে ওর বিরুদ্ধে থানায় কোন ধরনের অভিযোগ দাখিল না হয়৷
অবশেষে গৃহবধূর মা, মিঠুনের ভয় ভয়ভীতি উপেক্ষা করে শুক্রবার তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন৷ যার কেস নং ১২৭/২১ ভারতীয় দণ্ডবিধি ৩৭৪/৩৬৫ ধারায় মামলা রুজু করে পুলিশ৷
অমরপুর থানার পুলিশ ও তেলিয়ামুড়া থানার পুলিশ যৌথ প্রচেষ্টায় শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে খোয়াই জেলা আদালতে পেশ করে৷ আদালত তাকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতে পাঠায়৷