অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর।। আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা তারপরেই ২২ গজের লড়াইতে মুখোমুখি হতে চলেছেন বিরাট- বাবররা।তবে ক্রিজে বল গড়াবার আগেই আসরে নেমে পড়েছেন যোগগুরু বাবা রামদেব। ভারত- পাকিস্তান ম্যাচ রাষ্ট্রদ্রোহী বলেই দাবি তাঁর।
এখানেই শেষ নয় এই ভারত- পাকিস্তান ম্যাচ রাষ্ট্রধর্মের বিরুদ্ধে বলেও মত তাঁর। এই যোগগুরুর আরও বক্তব্য ক্রিকেট এবং সন্ত্রাসবাদ কখনই একসঙ্গে চলতে পারেনা।
এছাড়াও তিনি বলেছেন লাগাতার সীমান্তের কাঁটাতার টপকে জঙ্গিদের ঢুকতে সাহায্য করছে পাকিস্তান। কাশ্মীরের বুকে জঙ্গি কার্যকলাপ বাড়াতে সাহায্য করার মতো মারাত্মক অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।
এমনিতেই ভারত – পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা।তারওপর এই ধরনের মন্তব্য ভারতীয় দলের ক্রিকেটারদের ওপর বিরুপ প্রভাব ফেলবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।
যদিও স্পোর্টসম্যান স্পিরিট ধরে রেখেই ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন ওই দলে এমন কিছু ক্রিকেটার আছেন যারা যে কোন মুহুর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন।
ওয়ানডে বিশ্বকাপে সাতবার ও টি ২০ বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ১২ ম্যাচেই হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। এবারও বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলির ভারতকে এগিয়ে রাখছেন ক্রিকেটবোদ্ধারা। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত মুখোমুখি ৮ ম্যাচের ৬টিতেই জয় ভারতের। পাকিস্তানের জয় ১, টাই ১। তবে ওয়ানডে কিংবা টি২০ কোনো ফরম্যাটের ক্রিকেটেই পাকিস্তান কখনো ভারতকে হারাতে পারেনি!
আপাতত দুবাইতে এই মহারণের উত্তাপে নিজেদের সেঁকে নিতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।