PM Modi: দেশে ড্রোন তৈরির শিল্প ছড়িয়ে দেওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর।। দেশে ড্রোন তৈরির শিল্প ছড়িয়ে দেওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে দেশের বিভিন্ন ড্রোন তৈরির প্রতিষ্ঠানকে ৫০০ কোটি টাকার অর্ডার দিয়েছে।কেন্দ্রের উদ্যোগ দেখে বিদেশি ড্রোন তৈরির সংস্থাগুলিও ভারতের প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ব্যবসা করার আগ্রহ প্রকাশ করেছে।

আমাদের সরকারের সিদ্ধান্ত হল, ভারতের সংস্থাকে আমরা অর্ডার দেব।তাতে এখানে কর্মসংস্থান বাড়াবে। অদূর ভবিষ্যতে ড্রোন তৈরির সংস্থায় ১০ হাজার জনের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে।আরও অনেকের পরোক্ষ কর্মসংস্থান হবে।  প্রধানমন্ত্রী বলেন, ‘জেনে রাখবেন এটা সবে শুরু। আমরা ড্রোন তৈরিতে সারা বিশ্বে সামনের সারিতে পৌঁছে যাব।

ড্রোন উৎপাদন এবং ড্রোনের যন্ত্রাংশ তৈরির জন্য কেন্দ্র উৎপাদন ভিত্তিক উৎসাহভাতা চালু করেছে। তাতে উৎসাহ আরও বেড়েছে। সামনের ৫ বছরে ভারতে ড্রোন তৈরির শিল্পে ৫০০০ কোটি টাকার বিনিয়োগ হবে। ২০২০–২১ থেকে ২০২৩–২৪ অর্থবর্ষে দেশে ড্রোন শিল্পে বিক্রি ৬০ কোটি টাকা থেকে ৯০০ কোটি টাকায় পৌঁছে যাবে।

ড্রোন শুধু সীমান্তে নজরদারি করতেই লাগে না, কৃষিক্ষেত্রে, খনিক্ষেত্রে, পরিকাঠামো ক্ষেত্রে, নজরদারির ক্ষেত্রে, স্থানান্তরের ক্ষেত্রে, কোনও এলাকায় জরিপ করার ক্ষেত্রে, আইন–শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে আজকাল ড্রোনের ব্যবহার অপিরহার্য হয়ে উঠেছে। তাছাড়া শ্যুটিংয়ের ক্ষেত্রেও ড্রোনের ব্যবহার এখন আকছার হয়।

আগামিদিনে এর ব্যবহার নানা ক্ষেত্রে আরও বাড়বে। সারা বিশ্বেই এর চাহিদা অনেকগুণ বেড়ে যাবে। তখন ভারতের সংস্থাগুলি বিদেশে ড্রোন রফতানি করবে’। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার শিল্পে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবরকম সম্ভাব্য উদ্যোগ নিচ্ছে। পুরনো অনেক শিল্প অকেজো হয়ে পড়ছে।

যুগের পরিবর্তনে এটা হবে। তাই সঙ্গে সঙ্গে নতুন ধরনের শিল্প তৈরি করলে বেকারত্ব বাড়বে না। দেশের যুবক এবং শিল্পোদ্যোগীদের অনুরোধ করব, সরকার যে সুযোগ দিচ্ছে তা কাজে লাগিয়ে নতুন ধরনের শিল্পে ধ্যান দিন। তাতে দেশের মঙ্গল হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?