অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর।। ‘কাহানি’-খ্যাত সুজয় ঘোষের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কারিনা কাপুর খান। এ ছবিও নির্মিত হবে থ্রিলার ধাঁচের গল্পে। যার দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়দীপ আহলাওয়াত ও বিজয় ভর্মাকে।
নাম প্রকাশ না হওয়া এই ছবির শুটিং শুরু হবে ২০২২ সালের মার্চে। নভেম্বরে শুরু হবে প্রি-প্রোডাকশন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কারিনা বা সুজয় কারো মুখ থেকেই ছবির গল্পের কোনো আভাস পাওয়া যায়নি। তবে যা শোনা যাচ্ছে, চিত্রনাট্য পড়ে কারিনার নাকি এতটাই ভালো লেগেছিল যে একবারে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। ছবির বেশির ভাগ শুটিং হবে দার্জিলিং ও কালিমপংয়ে।
বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে আমির খানের বিপরীতে কারিনা অভিনীত ‘লাল সিং চাড্ডা’। হলিউড সিনেমার রিমেকটি পর্দায় আসবে সামনের ভালোবাসা দিবসে।
এ দিকে কিছুদিন আগে পারিশ্রমিক বিতর্কে জড়িয়েছিলেন কারিনা। বলা হচ্ছিল, ‘রামায়ণ’-এর সীতার চরিত্রে অভিনয়ের জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। এ নিয়ে বেশ পানি ঘোলা হওয়ার পর কারিনা জানান, উপযুক্ত পারিশ্রমিকই চেয়েছেন তিনি।