অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর।। ক্রিকেট বিশ্বে আজ একটাই আলোচনার বিষয়— ভারত-পাকিস্তান ম্যাচে শেষ হাসি হাসবে কে? টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটিই মাঠে গড়াচ্ছে রবিবার, দুবাইতে।
এই হাইভোল্টেজ ম্যাচের আগে কথার লড়াইয়ে যোগ দিয়েছেন সমর্থক থেকে ক্রিকেট বিশ্বের অনেক বিখ্যাত তারা। এমনকি সেই তালিকায় আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের দেশকে সমর্থন জানানোর পাশাপাশি এই ম্যাচের জয়ী দল হিসেবে পাকিস্তানকে দেখছেন তিনি।
বাবর আজমের নেতৃত্বে ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ইমরান খান, ‘ভারতকে হারানোর জন্য এই দলের প্রতিভা রয়েছে। ইনশাল্লাহ, পাকিস্তান নিঃসন্দেহে ভারতকে হারাবে। ’
কিন্তু ইতিহাস কথা বলছে টিম ইন্ডিয়ার পক্ষে। দ্বিপক্ষীয় সিরিজে যাই হোক, বিশ্বকাপে সবসময় পাকিস্তানকে হারিয়েছে ভারত। নীল জার্সির খেলোয়াড়রা ওয়ানডে বিশ্বকাপে সাতবারের সাক্ষাতে প্রত্যেকবার সবুজদের বিপক্ষে জিতেছে। এছাড়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে পাঁচবারের দেখাতেও শেষ হাসি হেসেছে ভারত।
তবে রেকর্ড যাই বলুক না কেন, প্রধানমন্ত্রী ইমরান খানের মতোই আত্মবিশ্বাসী অধিনায়ক বাবর আজম। পাকিস্তানি অধিনায়কও মনে করছেন বিরাট কোহলি-রোহিত শর্মাদের হারাতে পারবে তার দল।