নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর।। রাজধানী আগরতলার রামনগর বিধানসভা কেন্দ্রের রঞ্জিতনগর এলাকার অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তানিশা দাস অনুর্ধ্ব-১৯ “এ” ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে এইবার প্রথম জাতীয় আসরে চ্যালেঞ্জার্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে।
যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী
আজ দুপুরে ক্রীড়া দপ্তরের অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে রাজ্যের গর্ব এই প্রতিভাবান ক্রিকেটার তানিশার বাড়ীতে গিয়ে তার সাথে দেখা করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন।
তানিশার এই পারফরম্যান্স আমাদের রাজ্যের অনেক মেয়েকে ক্রিকেট খেলায় আকৃষ্ট করবে এবং তানিশার মতো রাজ্যের নাম উজ্জ্বল করতে অনুপ্রেরণা জোগাবে বলে অভিমত প্রকাশ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।