অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর।। মৌসুমের প্রথম এল ক্লাসিকো। ম্যাচ শুরুর আগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাদ্রিদ থেকে কাতালোনিয়া। আলোচনার ঝড় বিশ্বজুড়েও। রবিবার ক্যাম্প ন্যুয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে বার্সেলোনা।
ঘরের মাঠ বিধায়, লস ব্লাঙ্কোসদের ভয় পাচ্ছেন না কাতালান জায়ান্টদের কোচ রোনাল্ড কোম্যান। প্রথমবারের মতোন ক্লাসিকো জয়েরও স্বপ্ন দেখছেন ডাচ কোচ।
গত মৌসুমে, দুই ক্লাসিকোতে হেরেছিল বার্সা। তবে এবার নিজেদের চেনা মাটিতে সমর্থকদের সমর্থনে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী কোম্যান। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে শেষ দুই জেতার মনোবল নিয়ে রিয়ালের মুখোমুখি হতে যাওয়া বার্সা কোচ বলেন, ‘গত দুই ম্যাচে জিতেছি আমরা এবং বড় ম্যাচের আগে ভালো বোধ করছি।’
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোম্যান আরও বলেন, ‘এই ম্যাচ খেলার জন্য অধীর হয়ে আছি। আমার আশা, স্টেডিয়াম কানায় কানায় ভরে যাবে এবং ভালো আবহ থাকবে। আমরা জানি, আমরা কী করতে পারি। আমরা ঘরে খেলছি, সুতরাং আমি পাচ্ছি না। ’
কোম্যান মনে সাহস রাখলেও ভীত সান্তিয়াগো বার্নাব্যুর কোচ কার্লো আনচেলত্তি। সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ বলেন, ‘এমন ম্যাচের আগে ভয় পাওয়া স্বাভাবিক। আমি বলছি না, আতঙ্কে আছি। তবে হারের চেয়ে তিক্ত স্বাদ আর কিছুতে নেই। ’
পয়েন্ট তালিকায় ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে থেকে ক্যাম্প ন্যু সফরে যাচ্ছে রিয়াল। অন্যদিকে সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আটে বার্সা।