অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর।। ম্যাসন মাউন্টের হ্যাটট্রিকে নরিচ সিটিকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে চেলসি। ঘরের মাঠে টেবিলের তলানির দলকে পেয়ে রীতিমতো গোল উৎসব করেছে টমাস টুখেলের শিষ্যরা। স্টামফোর্ড ব্রিজে শনিবার ৭-০ গোলে জয় তুলে নেয় চেলসি।
ম্যাচের ১৮ মিনিটের মধ্যে দলকে ২-০ গোলের লিড এনে দেন মাউন্ট ও ক্যালাম হাডসন-ওডোই। ৪২ মিনিটে মাউন্টের পাস ধরে স্কোরলাইন ৩-০ করেন রিস জেমস।
বিরতির পর আরো চার গোল আদায় করে চেলসি। ৫৭ মিনিটে বেন চিলওয়েল স্কোরলাইন ৪-০ করেন। ৬২ মিনিটে আত্মঘাতী গোল থেকে চেলসি ৫-০ লিড পায়।
৬৫ মিনিটে ডিফেন্ডার বেন গিবসন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নরিচ সিটি। তাতে আরো কোণঠাসা হয়ে পড়ে দলটি।
৮৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৬-০ করেন ম্যাসন মাউন্ট। যোগ করা সময়ে পূরণ করেন হ্যাটট্রিক। সেই সঙ্গে ৭-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় চেলসির।
এই জয়ে লিগের শীর্ষস্থান আরো মজবুত হলো চেলসির। ৯ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি। সমান ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে নরিচ সিটি সবার তলানিতে।