স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ অক্টোবর।। বাংলাদেশ ইস্যুতে রাজ্যের ধর্মীয় সুড়সুড়ি এবং সাম্প্রদায়িক হাঙ্গামা সৃষ্টির ঘটনায় রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দিলো ত্রিপুরা পিপলস পার্টি৷ টিপিপির নেতা ধীরেন্দ্র সিংহ এবং দীপক বর্মনের নেতৃত্বে এক প্রতিনিধি দল শনিবার পুলিশ সদর দপ্তরে যান৷
সেখানে তারা পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন দেন৷ প্রবীণ সিংহ এই বিষয়ে সাংবাদিকদের বলেন বাংলাদেশে দুর্গা মণ্ডপে মূর্তির পাদদেশে পবিত্র কোরাণ রাখাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছিল৷ তাই ঘটনা দুঃখজনক এবং নিন্দনীয়৷ রাজ্যের সব অংশের মানুষ এসব ঘটনার প্রতিবাদ এবং ধিক্কার জানিয়েছেন৷
কিন্তু বাংলাদেশের সেইসব ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক এবং ফ্যাসিবাদী শক্তি হিন্দু মুসলিমের মধ্যেকার সম্প্রীতি ধবংস করতে উস্কানিমূলক আচরণ করছে৷ কোথাও মসজিদে আগুন দেওয়া হচ্ছে তো কোথাও ভাঙচুর হচ্ছে৷ সংখ্যালঘু বাড়িঘরে হামলা হচ্ছে৷ আজান দিতে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে৷
এমনকি খোদ রাজধানীতে কৃষ্ণনগর এবং চন্দ্রপুরে মসজিদে হামলা হয়েছে৷ চন্দ্রপুর মসজিদে গতকাল রাতেও শূকরের মাংস ফেলা হয়েছে৷ এইসব ঘটনা পুলিশের উপস্থিতিতেই হচ্ছে বিভিন্ন স্থানে৷
যার ফলে রাজ্যের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে৷ এক্ষেত্রে পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানায় টিপিপি৷