Deadbody: এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে তেলিয়ামুড়ায়

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৪ অক্টোবর।।
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে তেলিয়ামুড়া এলাকায়। মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ব্যক্তির নাম হরলাল দাস। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হওয়ায়বাড়ি এলাকায় ।ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার পশ্চিম হাওয়াই বাড়ি সেগুন বাগান এলাকায়, রবিবার সকালে।

তেলিয়ামুড়া থানারপুল পুলিশ খবর দিয়ে জানায় পশ্চিম হাওয়াই বাড়ি এলাকার বাসিন্দা হীরালাল দাস দীর্ঘ প্রায় কয়েক বছর যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার সকালে হীরালাল তার স্ত্রী এবং পার্শ্ববর্তী বাড়ির এক মহিলা কে নিয়ে বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে সেগুন বাগান জঙ্গলে যায় লাকড়ি সংগ্রহ করতে।

তখন পার্শ্ববর্তী বাড়ির মহিলা এবং তার স্ত্রী আচমকাই প্রত্যক্ষ করে যে হীরালাল এর পকেট এ কোন কিছুর একটা ছোট্ট বোতল রয়েছে। প্রাথমিকভাবে তাদের সন্দেহ হয় এটি বিষের বোতল। তখন অনেক চেষ্টা করেও হীরালালের স্ত্রী এবং অপর ওই মহিলা হীরালালের কাছ থেকে ওই ছোট্ট বোতলটি নিতে পারেনি। এবং সে ওই ছোট্ট বোতলে থাকা তরল জাতীয় পদার্থ পান করে।

তবে পরিবার-পরিজনসহ এলাকাবাসীদের প্রাথমিক অনুমান ওই ছোট্ট বোতলে বিষ ছিল। পরবর্তীতে হীরালাল ওই জঙ্গলে লুকিয়ে পড়ে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করে হীরালাল কে পাওয়া যায়নি। পরে শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানায় লিখিতভাবে হীরালাল নিখোঁজের সংবাদটি জানানো হয়।

রবিবার সকালে পুনরায় গ্রামবাসীসহ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর হীরালালের মৃতদেহ খুঁজে পায় বাড়ির থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরের সেগুন বাগানের জঙ্গলে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। কিন্তু আশ্চর্যজনক ভাবে পুলিশ হীরালালের মৃত্যু যে স্থানে হয়েছিল সেখানে পৌঁছায়নি।

পুলিশ গ্রামবাসী সহ পরিবারের লোকজনদের জানায় তারা যেনমৃতদেহ উদ্ধার করে হীরালাল এর বাড়ির সামনে নিয়ে আসে, এমনটাই অভিযোগ গ্রামবাসীসহ পরিবারের লোকজনদের। শেষমেষ বাধ্য হয়ে স্থানীয় গ্রামবাসী সহ পরিবারের লোকজন হীরালালের মৃতদেহ সেগুনবাগান গভীর জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসে হীরালালের বাড়ির সামনে।

সেখান থেকে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া পুরপরিষদের গাড়িতে করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়।

তবে কি হীরালাল দাসের অস্বাভাবিক মৃত্যুতে আসলেই কোন রহস্য জড়িত রয়েছে কিনা তা পুলিশি তদন্ত কমিটি বেরিয়ে আসবে। এখন দেখার বিষয় পুলিশ কতটুকু তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে আসল রহস্য উন্মোচন করতে পারেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?