স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৩ অক্টোবর।। শুক্রবার গভীর রাতে ভারত-বাংলা সীমান্ত থেকে পাচারকালে ৬টি গরু আটক করে বিএসএফ জওয়ানরা৷ ঘটনা উত্তর জেলার ধর্মনগর মহকুমার রাঘনা ভারত-বাংলা সীমান্তে৷
জানা যায়, শুক্রবার গভীর রাতে রাঘনা বিওপি-এর জওয়ানরা যখন রাত্রিকালীন টহলদারি করছিল, তখন তাদের নজরে আসে গরু পাচারের ঘটনা বিএসএফ জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা গরুগুলি ফেলে পালিয়ে যায়৷ বিএসএফ জওয়ানরা ঘটনাস্থল থেকে ৬টি গরু আটক করে রাঘনা৷
বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে৷ পরবর্তী সময়ে শনিবার সকালে বিএসএফ গরুগুলি ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়৷ পর পর উত্তর জেলার ভারত-বাংলা সীমান্ত থেকে পাচারকালে বিএসএফ-এর তৎপরতায় গরু আটকের ঘটনায়, উত্তর জেলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠছে জনমনে৷
শুধু গরু পাচার নয়, ধর্মনগর মহকুমায় দীর্ঘদিন ধরে নেশা কারবারি, বাড়ি ও দোকান ঘরে চুরি সহ নানা অসাধু কার্যকলাপ প্রতিনিয়ত ঘটছে৷ প্রতিটি ক্ষেত্রেই পুলিশ সঠিক ক্ষেত্রে ভূমিকা পালনে ব্যর্থ বলে এলাকাবাসীর অভিমত৷
দেখা গেছে, যে কয়টি স্থানে ইদানিং কালে নেশা সামগ্রী ও পাচারকালে গরু আটক এর মত ক্ষেত্রে সাফল্য এসেছে সবকয়টি ক্ষেত্রেই বিএসএফ-এর তৎপরতায় সম্ভব হয়েছে৷ পুলিশের নিষ্ক্রীয় ভূমিকায় ধর্মনগরবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ পুলিশের ভূমিকায় এলাকাবাসী অসন্তুষ্ট বলে জানা গেছে৷