অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর।। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার প্যাট্রিস এভরা জানিয়েছেন, কিশোর বয়সে তিনি এক স্কুল শিক্ষকের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।
নিজের নতুন বই প্রকাশের ব্যাপারে দ্য টাইমস পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে এমন খোলামেলা কথায় বলেন ৪০ বছর বয়সী এই ফরাসি তারকা।
বিষয়টি কেন তিনি এর আগে বলেননি তাও জানান এভরা, ‘যখন আমি প্রথম বইয়ের কাজ শুরু করলাম, আমি পুরো গল্প বলিনি কারণ আমি লজ্জা পাচ্ছিলাম। লোকজন কী ভাববে তা নিয়ে ভয়ে ছিলাম। ’
মোনাকো ও জুভেন্টাসের সাবেক এই ডিফেন্ডার আরও বলেন, ‘এখন আমি বলতে চাই কারণ আমি চাই না, বাচ্চারা আমার পরিস্থিতিতে পড়ুক এবং তারা নিজেদের কাছে নিজেরা লজ্জা পাক। তারা সাহসী নয় কারণ এটি সাহসী হওয়ার কোনো বিষয় নয়। বিষয়টি নিয়ে কথা বলার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া হলো বড় বিষয়। ’
ওল্ড ট্রাফোর্ডে আট বছর কাটিয়েছেন এভরা। জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ। তিনি জানান, ২৪ বছর বয়সে মোনাকোতে খেলার সময় পুলিশের কল পান তিনি। তাদেরকে নিপীড়িত হওয়ার বিষয়টি অস্বীকার করেন ফরাসি তারকা।
এভরা বলেন, ‘এটি নিয়ে বেঁচে থাকা হলো আমার জীবনের সবচেয়ে বড় অনুতপ্তের বিষয়। কারণ আমি অনেক লোককে সাহায্য করতে পারতাম। ’