অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর।। ইউরোপের বেশ কয়েকটি ধনী ক্লাব মোহামেদ সালাহকে পেতে উদ্গ্রীব। তবে মিসরীয় ফরোয়ার্ড জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ পর্যন্ত লিভারপুলে কাটাতে চান তিনি।
২০১৭ সালে রোমা ছেড়ে ৩৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যানফিল্ডে আসেন সালাহ। অলরেডদের হয়ে এই পর্যন্ত ২১৪ ম্যাচে ১৩৭ গোল করেছেন ২৯ বছর বয়সী তারকা।
তার মধ্যে চলতি মৌসুমে করেছেন ১২ গোল।
আগামী মৌসুমে লিভারপুলের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হবে সালাহর। মিসরীয় তারকাকে এরপর অ্যানফিল্ডে দেখা যাবে কিনা, তা ভবিষ্যতে জানা যাবে।
তবে সালাহ তার ক্যারিয়ারের শেষ পর্যন্ত লিভারপুলেই থাকতে চান। এমনটাই স্কাই স্পোর্টসকে জানান তিনি, ‘এটা আমার ওপর নির্ভর করছে না। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলব, আমার ফুটবল ক্যারিয়ারের শেষদিন পর্যন্ত এখানে থাকতে চাই। তবে এটা আমার হাতে নেই। এটা নির্ভর করছে ক্লাব কী চায় তার ওপর। ’
সালাহ তার পেশাদারি ক্যারিয়ার শুরু করেন স্বদেশি ক্লাব আল মোকাউলুনের হয়ে।
এরপর যোগ দেন সুইস ক্লাব বাসেলে। সেখান থেকে চেলসিতে। স্টামফোর্ড ব্রিজে থাকাকালীন দুই ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা ও রোমায় ধারে খেলেন তিনি। পরে স্থায়ী হন রোমায়। পরে স্তাদিও অলিম্পিকো থেকে লিভারপুলে যোগ দেন সালাহ।
প্রিমিয়ার লিগে রবিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ইউর্গেন ক্লপের দল। আর সালাহর চোখ এখন টানা ১০ ম্যাচে গোল করার দিকে।