Arrested: গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা

অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর।। বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা। তাদের বিরুদ্ধে অন্য দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। খবর আরব নিউজ।

বিস্তৃত এ অভিযানে সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অপরাধে কমপক্ষে ১৫ ব্যক্তিকে আটক করে তুরস্ক।

ভিন্নমতাবলম্বী ইসরায়েলি ও ফিলিস্তিনি ছাত্ররা তুরস্কের মাটি তাদের কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা।

আটকদের ইস্তাম্বুলের একটি কারাগারে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তুরস্কের আইনানুসারে তাদের ১৫ থেকে ২০ বছরের জেল হতে পারে।

১৫ জনকে আটকের এ অভিযানের প্রায় ২০০ জনের দল অংশ নেয়। তারা বছরখানেক ধরে ওই ব্যক্তিদের ওপর নজরদারি করছিল। যা তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় গোয়েন্দা অভিযানগুলোর মধ্যে একটি।

চারটি প্রদেশে আলাদা আলাদা অভিযান চালিয়ে তুরস্কের সন্ত্রাসবিরোধী বাহিনী তাদের আটক করে। ধারণা করা হচ্ছে, তুরস্ক জুড়ে তিনজনের পাঁচটি পৃথক সেল নিয়ে গুপ্তচর নেটওয়ার্কটি ছড়িয়ে ছিল।

ক্রোয়েশিয়া, রোমানিয়া, কেনিয়া ও সুইজারল্যান্ডে মুখোমুখি বৈঠকের মাধ্যমে এই গুপ্তচররা মোসাদের ফিল্ড অফিসারদের তথ্য ও নথি সরবরাহ করেছিলেন।

তারা কাজের জন্য হাজার হাজার ডলার ও ইউরো পারিশ্রমিক পেতেন। তুরস্কের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে গবেষণায় যুক্ত ছিল তারা। অভিযুক্ত ফিলিস্তিনি ছাত্ররা তুর্কি বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কোর্সে ভর্তি হয়েছিল যেখানে প্রতিরক্ষা বা সন্ত্রাসী কার্যকলাপ  নিয়ে ব্যবহারিক পড়াশোনা হতো। এ সব তথ্য তারা মোসাদের কাছে পাঠাতো।

তুরস্কের গোয়েন্দাদের ধারণা, গত মাসে নিখোঁজ কয়েকজন ফিলিস্তিনি ছাত্র এ চক্রের অংশ। এ ছাড়া কয়েকজন সিরিয়ানও এর সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।

তবে বিষয়টি নিয়ে ইসরায়েল বা তুরস্ক সরকার কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মোসাদের এ চক্র ছাড়াও কয়েকটি দেশের সঙ্গে যুক্ত গুপ্তচরদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার আটক করা হয়েছে ছয়জনকে। যাদের মধ্যে রয়েছে রাশিয়া, ইউক্রেন ও উজবেকিস্তানের নাগরিক।

এ ছাড়া কয়েক দিন আগে ইরানের সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশে একজন সাবেক ইরানি সামরিক কর্মকর্তাকে অপহরণের ষড়যন্ত্রের জন্য দুই ইরানি গুপ্তচর এবং ছয় স্থানীয়সহ আটজনকে আটক করে তুরস্ক।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?