স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ অক্টোবর।। রাজ্যের জনজাতি অংশের মানুষের কল্যাণে জনজাতি কল্যাণ দপ্তর বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।
এর মধ্যে জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী জনজাতি ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা ও শিক্ষার্থীদের শিক্ষার সর্বোত্তম সুযোগগুলি প্রদান করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকায় একলব্য মডেল রেসিডিন্সিয়াল স্কুল, একলবা মডেল ডে বোর্ডিং স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল ও আশ্রম স্কুল স্থাপন করা হয়েছে।
এই বিদ্যালয়গুলিতে পড়াশুনার পাশাপাশি জনজাতি ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশের উপরেও গুরুত্ব দেওয়া হয়। বিগত শিক্ষাবর্ষে বিভিন্ন প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার জন্য শিক্ষার্থীর যাবতীয় প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।
নর্থ ইষ্টার্ন রিজিওন্যাল ইনষ্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এনইআরআইএসটি) পরিচালিত এন ই ই-১ : ২০২১ পরীক্ষায় ত্রিপুরা থেকে ৬ জন জনজাতি অংশের ছাত্রছাত্রী নির্বাচিত হয়েছে যাদের মধ্যে ৫ জন জনজাতি ছাত্রছাত্রীই হল জনজাতি কল্যাণ দপ্তর পরিচালিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ও রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রছাত্রী।
উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।