স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ অক্টোবর।। রাজ্য সরকার মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনায় আর্থিক সহায়তার পরিমাণ দশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।
আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শ্রম মন্ত্রী ভগবান চন্দ্ৰ এই সংবাদ জানান। তিনি জানান, মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনায় ২০১২ সাল থেকে নির্মাণ শ্রমিক পরিবারের কন্যার বিবাহের জন্য দশ হাজার টাকা করে সহায়তা দেওয়া হত।
বর্তমান রাজ্য সরকার এই সহায়তার পরিমাণ দশ হাজার টাকা থেকে বৃদ্ধি করে পঁচিশ হাজার টাকা করেছে। এতে রাজ্যের বেশি সংখ্যায় নির্মাণ শ্রমিকরা উপকৃত হবেন।
তিনি জানান, এই আর্থিক সহায়তা শ্রম দপ্তরের নথিভুক্ত নির্মাণ শ্রমিকের পরিবারের কন্যার বিবাহের খরচ বাবদ এককালীন সহায়তা হিসেবে দেওয়া হবে। একটি পরিবারের সর্বাধিক দুই জন কন্যা এই সুবিধা নিতে পারবে।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, এই প্রকল্প শ্রম দপ্তরের অধীন ত্রিপুরা নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদ দ্বারা বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ২২ অক্টোবর ২০২১ থেকে কার্যকর করা হবে।সাংবাদিক সম্মেলনে শ্রম মন্ত্রী নির্মাণ শ্রমিকদের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পর্কেও আলোকপাত করেন।
কোভিড অতিমারী পরিস্থিতিতে রাজ্যের প্রায় ৪০ হাজার নির্মাণ শ্রমিক পরিবারকে এককালীন সহায়তা দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের কমিশনার নরেশ বাবু এবং জয়েন্ট কমিশনার বৈজয়ন্ত দাস।