অনলাইন ডেস্ক, ২১ অক্টোবর।। মস্কোতে ১০ দেশের এক সম্মেলনে তালেবানকে স্বাগত জানিয়ে রাশিয়া বলেছে যে, তালেবানকে অবশ্যই এমন একটি সরকার গঠন করতে হবে যার মধ্যে আফগানিস্তানের সকল জাতিগত গোষ্ঠী এবং রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব থাকবে। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোতে ওই সম্মেলনের প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার মস্কোতে অনুষ্ঠিত ওই সম্মেলনে বলেন যে, আগস্টের মাঝামাঝি সময়ে ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য তালেবানদের ‘প্রচেষ্টাকে’ স্বীকৃতি দিয়েছে তার দেশ।
লাভরভ বলেন, ‘এক নতুন প্রশাসন এখন আফগানিস্তানের ক্ষমতায়।
যারা সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার এবং রাষ্ট্রযন্ত্রের কাজ পুনঃস্থাপনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আর আমরা তা লক্ষ্য করছি’।
তবে তিনি আফগানিস্তানে একটি স্থিতিশীল শান্তি অর্জনের জন্য এখন তালেবানদেরকে ‘শুধু দেশের সমস্ত জাতিগত গোষ্ঠী নয় বরং সমস্ত রাজনৈতিক শক্তির স্বার্থ প্রতিফলিত করে’ এমন একটি প্রশাসন গড়ে তোলার আহবান জানিয়েছেন।
আফগানিস্তানের ভবিষ্যতকে কেন্দ্র করে মস্কো সম্মেলনে চীন ও পাকিস্তানসহ ১০টি দেশের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এতে ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।