অনলাইন ডেস্ক, ২১ অক্টোবর।। আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব নিশ্চিত করল শ্রীলঙ্কা।
বুধবার আবুধাবিতে ‘এ’ গ্রুপের ম্যাচে ৭০ রানের বড় জয় তুলে নেয় লঙ্কানরা। ওয়ানিন্দু হাসারাঙ্গার ৪৭ বলে ৭১ রানে ভর করে ৭ উইকেটে ১৭১ রানের পুঁজি গড়েছিল দলটি। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়েছে আইরিশরা।
ব্যাট হাতে নজর কাড়ার পর হাসারাঙ্গা বল হাতেও ১২ রান খরচায় ১ উইকেট নিয়েছেন। ম্যাচসেরার পুরস্কারও হাতে উঠেছে তার।
দিনের প্রথম ম্যাচে নামিবিয়া ৬ উইকেটে হারায় নেদারল্যান্ডসকে। যারা শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে। এই দলের মধ্যে জয়ী দল শ্রীলঙ্কার সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে সুপার টুয়েলভ পর্বের টিকিট পাবে।
দুই ম্যাচের দুটিতেই জিতে শ্রীলঙ্কা গ্রুপের শীর্ষে অবস্থান করছে। আর একটি করে ম্যাচ জয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে নামিবিয়া। দুই ম্যাচের দুটিতেই হেরে নেদারল্যান্ডস আছে টেবিলের চতুর্থ স্থানে। যাদের সুপার টুয়েলভ পর্বে খেলার আশা শেষ হয়ে গেছে।
শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড এদিন মোটেও ভালো শুরু পায়নি। দ্রুতই ফিরে যান দুই ওপেনার পল স্টার্লিং (৭) ও কেভিন ও’ব্রায়েন (৫)।
অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ৩৯ বলে ৪১ রান করলেও অন্য ব্যাটারও সুবিধা করতে পারেননি। কেবল কার্টিস ক্যাম্পার ২৮ বলে ২৪ রান করেছেন।
শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা। ২টি করে উইকেট নিয়েছেন চামিকা করুনারত্নে ও লাহিরু কুমারা।
এর আগে শ্রীলঙ্কার শুরুটা মোটেও ভালো ছিল না। দলীয় ৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে দলটি। চতুর্থ উইকেটে পাথুম নিসানকার সঙ্গে ৮২ বলে ১২৩ রানের জুটিতে দলকে বড় স্কোরের ভিত এনে দেন হাসারাঙ্গা। নিশানকা ৪৭ বলে ৬১ রান করেন।