অনলাইন ডেস্ক, ২১ অক্টোবর।। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে একটি প্রমোদতরীর পার্টিতে বিনোদনমূলক মাদক খাওয়ার অভিযোগে গ্রেফতার হওয়ার ১৮ দিন পরেও জামিন পেলেন না। বুধবার শাহরুখ-পুত্রের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের এক বিশেষ আদালত।
২৩ বছরের তারকা-সন্তানের সঙ্গে অন্য দুই অভিযুক্ত মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্টের জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে। প্রসঙ্গত, আরিয়ানের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।
জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আদালতকে থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাহরুখপুত্রের আইনজীবী অমিত দেশাই। তিনি জানান, নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানানো হবে। অমিতের কথায়, ‘কোন যুক্তিতে আরিয়ান আজ জামিন পেলেন না, সে কথা আমাদের জানানো হয়নি’।
বুধবার জামিনের শুনানির ঘণ্টা খানেক আগেই সর্বভারতীয় এক সংবাদমাধ্যম দাবি করে, মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীতে এনসিবি-র কর্মকর্তারা তল্লাশি শুরু করার কিছু আগেই আরিয়ান এক বলিউড অভিনেত্রীর সঙ্গে মাদক বিষয়ে কথা বলেছেন বলে দাবি করেছে এনসিবি।
তাছাড়া এক মাদক পাচারকারীর সঙ্গেও তাঁর কথোপকথনের নথি উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ভারতের জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। শাহরুখ-তনয়ের হোয়াটসঅ্যাপ থেকে সেই সব তথ্য পাওয়া গেছে বলেই দাবি এনসিবি-র।
অন্য দিকে, আরবাজের আইনজীবী আলি কাসিফ জানিয়েছেন যে তাঁরাও বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মুনমুন ধমেচাও সম্ভবত একই পদক্ষেপ নেবেন বলে জানালেন আলি কাসিফ।
আরিয়ান খানকে গত ২ অক্টোবর মুম্বাই শহর থেকে গোয়াগামী একটি ক্রুজ জাহাজ থেকে আটক করা হয়।
নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তার বিরুদ্ধে ‘অবৈধ পদার্থ দখল, ব্যবহার এবং বিক্রয় সম্পর্কিত’ আইনে অভিযোগ আনে। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
তার আইনজীবী সতীশ মানশিন্ডে আদালতকে বারবার বলেছিলেন যে, অভিনেতার ছেলের দখলে কোনো মাদক পাওয়া যায়নি, এবং ‘তিনি কোন মাদক সেবন করেছিলেন এমন কোন প্রমাণ নেই’।