Concert: সৌদি আরবে পিটবুলের কনসার্টের সব টিকিট অগ্রিম বিক্রি

অনলাইন ডেস্ক, ২১ অক্টোবর।। কিউবান- আমেরিকান র‌্যাপ তারকা পিটবুলের কনসার্টের মাধ্যমে সৌদি আরবের রিয়াদ সিজন ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। এতে ব্যাপক সাড়াও মেলেছে। খুব দ্রুতই অগ্রিম বিক্রি হয়ে গেছে কনসার্টের সব টিকিট।

দেশটির তরুণদের কাছে পিটবুল খুবই জনপ্রিয়। এর আগেও এ গায়ক সেখানে কনসার্টে অংশ নিয়েছেন।

আরব নিউজ জানায়, সংগীত, খাবার ও বিনোদন নিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আয়োজনে আরও থাকবে প্যারড ও ফায়ার ওয়ার্কস শো।

৫৪ লাখ বর্গফুট এলাকাজুড়ে অনুষ্ঠিত এ উৎসব ১৪টি জোনে ভাগ করা হয়েছে। মোট সাড়ে ৭ হাজার ইভেন্টের ১৬টি অনুষ্ঠিত হবে চলতি মাসে।

এ অনুষ্ঠানে সব বয়সের মানুষের আগ্রহকে বিবেচনায় রাখা হয়েছে। যেমন; শিশুদের জনপ্রিয় কার্টুন কোকো মেলনের চরিত্রগুলো থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে।

সৌদি আরবের অর্থনৈতিক পরিকল্পনা ভিশন ২০৩০-এ গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছে বিনোদন খাত।

ভ্রমণপিপাসুদের নতুন অভিজ্ঞতা দিতে পর্যটন ও অবসর কেন্দ্রিক রিয়াদ সিজদের আয়োজন করা হয়েছে, যা চলবে ২০২২ সালের মার্চ পর্যন্ত।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?