অনলাইন ডেস্ক, ২০ অক্টোবর।। গত সপ্তাহে নরওয়ের একটি ঘটনা সারা বিশ্বে তোলপাড় তোলে। ওই সময় বলা হয়, তীর-ধনুকের আঘাতে ৫ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে সোমবার স্থানীয় পুলিশ জানায়, ছুরি নিয়ে তাদের ওপর হামলা করা হয়। গত বৃহস্পতিবার দেশটির ছোট শহর কংসবার্গে ওই হামলায় চারজন নারী ও এক পুরুষ নিহত হন।
প্রাথমিকভাবে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ একটি সুপারমার্কেটের কাছে এক ব্যক্তি তীর-ধনুক নিয়ে আক্রমণ করেছে বলে জানতে পারে পুলিশ। এর খবর পাওয়ার এক ঘণ্টার কম সময়ের মধ্যে এসপেন অ্যান্ডারসন ব্রাথেন নামে ৩৭ বছরের ড্যানিশ নাগরিককে আটক করা হয়।
সোমবার পুলিশ জানায়, ওই দিন অফ-ডিউটিতে থাকা এক পুলিশ অফিসার তীরের আঘাতে সুপারমার্কেটের ভেতরে আক্রান্ত হন। ওই সময় আরও কিছু তীর ছোড়ার খবর পাওয়া যায়।
তবে ব্রাথেন যখন হাইটাগাটায় অন্যদের আক্রমণ করেন তখন তার হাতে তীর-ধনুক ছিল না।
নিহত পাঁচ ব্যক্তিকে বাড়িতে ও রাস্তায় ছুরি দিয়ে আঘাত করা হয়।
পুলিশ আরও জানায়, আক্রমণকারী ব্রাথেন মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে হামলা করে থাকতে পারেন।
কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ব্রাথেন। তিনি উগ্রবাদের সঙ্গে জড়িত কিনা এ নিয়ে তার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছিল।