অনলাইন ডেস্ক, ২০ অক্টোবর।। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসের হিউস্টন এক্সিকিউটিভ বিমান বন্দরের রানওয়ে থেকে ওড়ার সময় একটি বিমান দূর্ঘটনার কবলে পড়ে দ্বিখণ্ডিত হয়ে আগুনে ধরে গেলে বিমানে থাকা ২১ যাত্রী ও ক্রু বিমানটি থেকে লাফিয়ে বের হয়ে এসে জীবন বাঁচান। তারা সবাই এখন নিরাপদে আছেন।
টেলিভিশনের ছবিতে দেখা গেছে, অগ্নিনির্বাপন কর্মীরা বিমানের আগুন পানি দিয়ে নেভাচ্ছেন।
কেটি ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, সৌভাগ্যক্রমে বিমানটিতে আগুন ছড়িয়ে পড়ার আগেই ২১ যাত্রী ও ক্রু নেমে পড়েন।
জরুরি সেবার পরিচালক টিম গিবসন বলেন, যাত্রী ও ক্রুরা ‘হতবাক হয়ে গিয়েছিল, তারা খুব, খুব হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু তারা সবাই আত্মরক্ষা করেছিল’।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টেক্সাসের ব্রুকশায়ারের হাউসটন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে উড়োজাহাজটি বোস্টনের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি টেক্সাসে বিধ্বস্ত হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ম্যাকডোনেল ডগলাস এমডি-৮৭ প্লেনটি বোস্টনের উদ্দেশে রওয়ানা দিয়েছিল। প্লেনটি বিমানবন্দরের রানওয়ে ছেড়ে উড্ডয়নের পরপরই একটি বেড়ার সঙ্গে ধাক্কা লেগে পাশের মাঠে মুখ থুবড়ে পড়ে এবং ভেঙে দুই টুকরো হয়ে যায়। ভেঙে পড়ার পরপরই প্লেনের সামনের অংশে আগুন ধরে যায়। তবে আগুন লাগার আগেই সব আরোহী অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত একটি বেসবল ম্যাচ দেখতে ভক্তদের নিয়ে বোস্টন যাচ্ছিল প্লেনটি। কিন্তু যাত্রাপথেই দুর্ঘটনার মুখে পড়ে সেটি। তবে কপাল ভালো, এতে কারও প্রাণহানি হয়নি।