অনলাইন ডেস্ক, ১৯ অক্টোবর।। অনেক দিন পর্দায় কাজ করেন না পূজা বেদি। তবে লেখিকা হিসেবে ভীষণ পরিচিত। তার মেয়ে আলিয়া্ও বলিউডের নতুন প্রজন্ম হিসেবে নাম করেছে।
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন কিংবদন্তি অভিনেতা কবির বেদির মেয়ে পূজা। তিনি জানান, করোনার একটি টিকাও নেননি। নিজের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর বিশ্বাস থেকে এ সিদ্ধান্ত নিয়েছিলেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমার অভিনেত্রী জানালেন, অ্যালার্জির কারণে সর্দি-কাশিতে ভুগছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছিল। কিন্তু জ্বর আসার পর তিনি করোনা পরীক্ষা করাতে যান। তার পরেই পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
পূজার প্রেমিক ও পরিচারিকাও করোনা আক্রান্ত হয়েছে। তারা সব রকম নিয়ম মেনে চলছেন বলেও জানান।
কিন্তু পূজা আগে করোনার টিকা নেননি। ভবিষ্যতেও নেবেন না। সে কথা জানিয়ে যদিও অন্যকে প্রভাবিত করতে চাননি তিনি।
নিজের অনুরাগীদের উদ্দেশে লিখলেন, ‘আমার ক্ষেত্রে নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে চাই। তোমাদের ক্ষেত্রে যেটা ঠিক, তোমরা সেটিই করো। যে যার নিজের মতো চলো।’
এ দিকে শ্রুতি শেঠ, নাফিসা আলী সোধি, শচিন শ্রফের মতো একাধিক তারকা পূজার দ্রুত আরোগ্যের কামনা করেছেন।