স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ অক্টোবর।। প্রথমবারের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এবার মাত্র ১১ মাসের চুক্তিতে এসপিও নিয়োগ করার ঘোষণা দিলো রাজ্য স্বরাষ্ট্র দপ্তর৷
সরকারের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পর কর্মপ্রার্থীদের মধ্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে৷ অভিযোগ গত বছর ১১০০ এসপিও জওয়ান এবং ৩৯৮ জন ড্রাইভার নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল সরকার৷ কর্মপ্রার্থীরা অনেক আশা করে নিয়োগে অংশ নেয় এবং বিভিন্ন পর্যায় অতিক্রম করে৷
কিন্তু দীর্ঘ অপেক্ষার পর সরকার সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়৷ এবার ফের গত ৮ সেপ্ঢেম্বর রাজ্য স্বরাষ্ট্র দপ্তর ১১ মাসের ভিত্তিতে ১৪০০ এসপিও জওয়ান নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে৷ জেলা ভিত্তিক থানা আধিকারিকদের কাছে কর্মপ্রার্থীদের আবেদন করতে বলা হয়েছিল৷
সেই আবেদন পত্র সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ কিন্তু আবেদন সংগ্রহের পর স্বরাষ্ট্র দপ্তর এই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের কোন ঘোষণা দিচ্ছে না৷ এই খানেই সংশয়ে আছেন প্রার্থীরা৷
তাদের বিবরণ ১১ মাসের চুক্তির চাকরি শুরু হয় জানুয়ারি মাস থেকে৷ এই অবস্থায় সরকার যদি আগামী জানুয়ারিতে এসপিওদের কাজে নিতে চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই তাদের নিয়োগ দিতে হবে৷ কেননা অন্তত দুই থেকে ৬ মাস জওয়ানদের প্রশিক্ষণেই রাখতে হবে৷
কিন্তু সরকার ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করার মতো কোন তৎপরতা দেখাচ্ছে না৷ তাই এই নিয়োগের বিজ্ঞপ্তি আগের বারের মতোই বেকারদের জন্য প্রতারণার টোপ কিনা তা নিয়ে প্রশ্ণ তুলেছেন একাংশ কর্মপ্রার্থী৷