অনলাইন ডেস্ক, ১৯ অক্টোবর।। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ২০২০ সালে কম্পানিটি থেকে পদত্যাগের পর ২০ বছর আগে একজন নারী কর্মীর সঙ্গে তার গোপন সম্পর্ক ফাঁস হয়েছিল। ২০০৮ সালে একজন নারী কর্মচারীকে ‘অশালীন’ ইমেইল করার বিষয়েও তাকে সতর্ক করা হয়েছিল বলে জানা গেছে এবার।
ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুসারে মাইক্রোসফটের মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন, ২০০৭ সালে একজন পূর্ণকালীন কর্মচারী এবং মাইক্রোসফ্টের প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিল গেটস এক নারী কর্মীর সঙ্গে ইমেইলে ফ্লার্ট করেছিলেন এবং ওই নারীকে কাজের বাইরে তার সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
পরের বছর কোম্পানি এই ইমেইল চালাচালি সম্পর্কে জানতে পারে এবং গ্রুপের নির্বাহীরা বিল গেটসকে বলেন যে, এমন ইমেইল আশালীন এবং বিল গেটসকে তা বন্ধ করতে হবে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, বিল গেটস ঘটনাগুলো স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি আর তা করবেন না।
কোম্পানির বোর্ড এ বিষয়ে বিল গেটস এর বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ নেয়নি।
এই আইটি কোম্পানির একজন মুখপাত্র সোমবার এএফপিকে বলেন, ‘মাইক্রোসফটের কাছে ডব্লিউএসজে রিপোর্টের নির্ভুলতা নিশ্চিত করা ছাড়া জানানোর মতো আর কিছুই নেই’।
বিল গেটস ২০০৮ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান এবং ২০২০ সালের মার্চ পর্যন্ত মাইক্রোসফটের পরিচালনা পর্ষদে ছিলেন।
মাইক্রোসফটের সাবেক বস, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং তার স্ত্রী মেলিন্ডা বিয়ের ২৭ বছর পর গত মে মাসে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন।