স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৮ অক্টোবর।। রেগা প্রকল্পের মজুরি না পেয়ে শ্রমিকরা অবশেষে পথ অবরোধ আন্দোলনে সমিল হলেন আমবাসা মহকুমার আড়াই মাইল এলাকায়।
জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই শ্রমিকরা মজুরীর দাবি জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে প্রদানের ব্যাপারে কোন ধরনের ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়নি। পূজার দিনগুলিতে অভাব অনটনের মধ্য দিয়ে আছেন শ্রমিকরা।
তাই অবরোধ আন্দোলন করে শ্রমিকরা সোমবার সকালে। ধলাই জেলার আমবাসা- গন্ডাছড়া সড়ক অবরোধ করেছেন। শ্রমিকরা জানাম তাদের দাবি অবিলম্বে মজুরি প্রদান করা হোক।
যদি প্রশাসনের তরফ থেকে কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে তাহলে আগামী দিনে শ্রমিকরা বৃহত্তর আন্দোলন করবে। এদিকে এদিন অবরোধের ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।